বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া: ইটভাটায় কাজ করার সময় দেয়াল ভেঙ্গে খালেক মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মীরপুর এলাকায় টু-স্টার ব্রিক্স ফিল্ডে এ ঘটনা ঘটে। নিহত খালেক মিয়া একই এলাকার মৃত গোলাম রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টু-স্টার ইটভাটায় সংস্কার কাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন খালেক মিয়া। কাজ করাকালে একটি দেয়ালের অংশ ভেঙ্গে তার উপর পড়ে যায়। এসময় খালেক মিয়ার দুইটি পা ভেঙে গুরুতর আহত হয়। সহযোগীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুল হক রনি খালেক মিয়া কে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে রাখা আছে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে (রিপোর্ট লেখা পর্যন্ত) লিখিত কোন অভিযোগ করা হয়নি।