শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়
বিভিন মামলার গ্রেফতারী পরোয়ানার তিন জন আসামীকে গ্রফতার করছে ।
উপজলার বিভিন এলাকায় অভিযান চালিয় রাণীনগর থানা পুলিশ তাদের গ্রফতার
করন। গ্রফতারকৃতদের বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকদ জানান, বিভিন্ন মামলার
গ্রেফতারী পরোয়াভুক্ত পলাতক আসামীদর ধরতে উপজেলা জুড়ে জোরালো অভিযান
পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কাশিমপুর
চারাপাড়া গ্রামর মৃত আকবর আলীর ছল শফাদুল ইসলাম (৫০), একই গ্রামর
বাবুর ছেলে বিদ্যুৎ হোসেন (২৫) ও ভবানীপুর গ্রামের বাঘার ছেলে সাদ্দাম হোসেনকে
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার সকাল আদালতে প্ররণ করা হয়েছে।