নিজস্ব প্রতিনিধি
আশাশুনিতে জনস্বার্থে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় এবং বেশি দামে মাস্ক বিক্রি করায় সর্বমোট ৩টি মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালানো হয়। এসময় পিআইও সোহাগ খান, অফিস সহকারী আব্দুর রশিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

